যে আযান দিবে তাকেই কি ইকামত দিতে হবে?

যে আযান দিবে তাকেই কি ইকামত দিতে হবে?

যে আযান দিবে তাকেই কি ইকামত দিতে হবে?

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): একটা দুর্বল সনদের হাদীসে এসেছে,

من أذن، فهو يقيم

"যে আযান দেবে, সে ইকামত দেবে”।

হাদীসটার সনদ দুর্বল। ফুকাহাগণ এটাকে মুস্তাহাব হিসেবে গ্রহণ করেছেন। যে আযান দেবে সে-ই যদি ইকামত দেয়, এটা উত্তম।

তবে অন্য কেউ ইকামত দিলে কোনো সমস্যা নেই। কেউ তাকে মাকরুহ বলেননি। অনুচিতও বলেননি এবং এর নযির আছে ।