হাতের আঙটি পুরুষের নযরে পড়লে কি গোনাহ হবে?
July 16, 2022
প্রশ্ন: আমরা বোরকা পরি, এতে হাত বের হয়ে থাকে। হাতের আঙটি পুরুষের নযরে পড়লে কি গোনাহ হবে?
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): হাদীসের আলোকে এটা বৈধ হবে বলেই মনে হয়। কারণ, রাসূলুল্লাহ (সা.) এর সামনে মহিলাদের হাতে মেহেদি না থাকলে আপত্তি করতেন।
তার মানে মেহেদিসহ হাত খোলা থাকত। মেহেদি না থাকলে তিনি রাগ করতেন। বলতেন, তোমার হাত পুরুষের মতো কেন!
আবার আঙটি পরা হাত রাসূলুল্লাহ (সা.) দেখেছেন। দেখে আঙটির যাকাত দিতে বলেছেন। এটা আমরা হাদীসে পাই।
এ জন্য আমরা আশা করি, এইটুকু সৌন্দর্য মেয়েরা বের করতে পারবেন এতে গোনাহ হবে না। তবে ঢেকে রাখা ভালো।