নামযের ভেতর কাঁদলে নামাযের কোনো ক্ষতি হবে কি না?
July 21, 2022
নামযের ভেতর যদি আবেগে কান্না আসে, স্বশব্দে কাঁদলে নামাযের কোনো ক্ষতি হবে কি না?
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): রাসূলুল্লাহ (সা.) নিজেও সালাতে কাঁদতেন। তাহাজ্জুদের সালাতে এমনভাবে কাঁদতেন, কান্নার শব্দকে মনে হত রান্নার হাঁড়ি গড়গড় শব্দ করছে।
তবে শব্দ করা থেকে বিরত থাকতে হবে। চোখে পানি আসবে, তিলাওয়াত না করতে পারলে থেমে যেতে হবে। চিৎকার করা বা শব্দ করা এটা ঠিক নয় ।